নতুন ভোরে নতুন ফুল

-আবুল হাসমত আলী

∞∞∞∞∞∞∞∞∞

বুদ্ধিমান জীব আমি, মানব কুলে মোর জন্ম,

তাই আমার অহংকার, করি ভালো কিছু কর্ম।

কর্মের দ্বারা উপার্জন অতিশয় নগণ্য,

তাই দিয়ে জীবন চালানো ব্যাপারটা খুব জঘন্য।

তার ওপর ইন্দ্রিয়ের খিদে বাড়ছে মাত্রাতিরিক্তভাবে ,

তাদের পরিতৃপ্তি ঘটাতে আমরা মরছি সবে।

অহংকার তাই থাকছে না আর মোদের এ জীবনে,

উলুবনে মুক্ত ছড়িয়ে রাজা হয়েছি বাঁশবনে।

এখন সূর্য পশ্চিমে ঢলেছে, অস্ত যাওয়ার সময়,

অপদার্থের জীবন, তাই হয়ে গেছে বিষময়।

নতুন ভোরে আসছে কত নতুন ফুল সুগন্ধি ছড়াতে,

ওদের পূর্ণ বিকাশ ঘটাতে মোদের কাজ করতে হবে একসাথে।

বিষাক্ত কীটের দল করছে সদা ঘোরাঘুরি,

ওদের উচ্ছেদ করতে আসুন সবাই একতা গড়ি।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি:

আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি প্রত্যাশি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*