ঝড় শেষে
-বিমান বিশ্বাস
∼∼∼∼∼∼∼∼∼∼
প্রাত শয্যায় সাদা নীলের চাদর
বিজ্ঞাপন নয় আগমনীর সুরের আভাস,
মেঘ রোদ্দুরের প্রতীক্ষা তুলোর উপর
সমব্যথী আজ মাছরাঙা টেনে ধরে রাশ।
বন্যা রাত কেঁপে ওঠে বাতাসের মোহনায়
অভাবী মন ভালোবাসা চায় মানুষের ভেতর,
এ সময় নরম পায় রোদ মাখে নিবিড় মরীচিকায়
আহ্লাদ ভেসে যায় গড়ে ওঠে দুঃখরাত স্মৃতির খেলাঘর।
∼∼∼∼∼∼∼∼∼∼
পরিচিতি-
বিমান বিশ্বাস। কোলকাতায় বাস। লেখালিখি মজ্জাগত নয়। পাঠকের ভালোবাসাই লিখতে চেষ্টা করায়।