সন্ধ্যা কিরণ
-কাজী সেলিনা মমতাজ শেলী
≅≅≅≅≅≅≅≅≅≅
সন্ধ্যা কিরণ বিদায় নিল নীরব নিশিথ পথটি ধরে,
হেরি তব আজ, ফেরানো গেল না কিছুতেই তারে।
বাসনার সেই সাতসুর দিয়ে ফেরানো যেে গেল না,
সন্ধ্যা কিরণ খুঁজেছে যেন,গভীর রাতের জ্যোছনা।
চাঁদ বসে আছে যেন, গগন বিলাসে স্বর্ণ সিংহাসনে,
আকাশের রাজধানীতে নীরব তারা জ্বলছে নির্জনে।
চাঁদ যদি না ওঠে আকাশ বিষন্ন, আকাশ যেন ম্লান,
থেমে যায় যেন শরৎ আকাশের সব তারাদের গান।
স্বপ্নাচ্ছন্ন এই পৃথিবীতে হায়, চিরদিন কেউ থাকবে না,
হয়তো সেদিন ওই চাঁদের স্বপ্নের জ্যোছনা জাগবে না।
সুরের সম্ভারে সততার স্বপ্ন যেন সহজ সরল পথ,
পূর্ণিমার দীপশিখার মতো, জীবন হোক তব সৎ।
নীড় হারা এ পাখিগুলো, যেন ঠিক পথকলির মতো,,
তবু তারা হাসে, খোঁজে না রং মহল,দুঃখ আসে যত।
≅≅≅≅≅≅≅≅≅≅
পাইকগাছা খুলনা বাংলাদেশ