তোলপাড় প্রশ্ন

-সেলিম আলতাফ

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কেন যেন উওর দিতে ইচ্ছে হলো না-

অথচ কতদিন পরে!

ম্যাসেঞ্জারের আলো ঝলমলিয়ে উঠে

জেগে উঠলো তোলপাড় করা প্রশ্নটা–

কেমন আছো তুমি?

বেশ ক’বার লেখাটা চোখের সামনে ঘুরলো-

মনের ভিতরে তীর ছুড়ে তরঙ্গ ঢেউ জাগালো,

অনুভূতিরা ঘুমিয়ে ছিল যে যার মত নিশ্চিন্তে-

তারাও হঠাৎ অন্য অস্থিরতায় চোখ মেললো।

ভাবনার দরজাটা খুলে দেই অনেকদিন পরে-

হরেক রঙ এসে আঁচড়াতে থাকে পুরনো পর্দা,

লুকানো হাওয়া ছুটতে থাকে নতুন আবেদনে-

শুকনো গোলাপে ফিরে আসে তাজা সুঘ্রাণ।

অনেক কিছু ভাবি আমি মুহূর্তের সুতো বুননে-

কি করবো তা নিয়ে- উত্তরটাই বা কি দেবো?

এতদিন পরে আসা চেনা সেই তাজা প্রশ্নের?

কোন কথাটা এখন ঠিকঠাক হবে পরিবেশনে?

মন একবার সায় দেয়, আবার মুখ ঘুরিয়ে নেয়-

অনুভব ঘরে জ্বলে উঠে নতুন অভিমান আলো।

এতদিন পরে কেন তুমি?

কোথায় ছিলে নিঝুম আবডালে?

এখন কেন এতটা আগ্রহ- আমি কেমন আছি?

এসব জটিলতায় কাটে বিভাজন সময় রথ-

দেখি গাঢ় অনিচ্ছা শক্ত হাত বাড়িয়ে ধরেছে,

আমাকে নিতে থাকে প্রশ্নটার অনেকটা দূরে-

উত্তর দেবার কথামালা ছেঁড়ে দুদ্দার ব্যস্ততায়।

তাই আর বিপরীতে ভরা হয় না আমার খবর-

এখনো প্রশ্নটা যেখানে থাকার সেখানেই আছে।

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

সেলিম আলতাফ, খুলনা

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*