প্রেমের তরী
-পলাশ বরণ দাশ
∼∼∼∼∼∼∼∼∼∼∼
প্রেম সাগরের মাঝি
প্রেমের তরী বেয়ে
রঙিন পাল তুলি
আসছে গান গেয়ে।
আমরা থাকি প্রতীক্ষায
সাগর পানে চেয়ে
বসে আছি তীরে
বরণ ডালা লয়ে।
হঠাৎ করে ঝড়ে
সাগর গেলো ছেয়ে
আমরা সবে ফিরি
ব্যর্থ আশা নিয়ে।
হারিয়ে গেলো মাঝি
বিরহ ব্যথা দিয়ে
মিলিয়ে গেলো সুর
হৃদয় তল ছুঁয়ে।
আশার মাঝে ব্যথা
থাকে শুধু রয়ে
এমনি করে বাঁচি
হাজার দুঃখ সয়ে।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
পলাশ বরণ দাশ, কবি ও শিক্ষক, মহাজন বাড়ি, দক্ষিণ জলদী, বাঁশখালী, চট্টগ্রাম, বাংলাদেশ। কবি নিয়মিত কবিতার পাতায় আন্তরিকতার সাথে লিখছেন। নবীন ও প্রবীণ লেখকদের অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান।
Thanks