ভেজা মাটির গন্ধ
-পীতবাস মণ্ডল
≅≅≅≅≅≅≅≅≅
একদিন ধরনীর নিঃশ্বাসে ছিল নির্মল প্রতিশ্রুতি
সবুজের সমারোহে স্মৃতিমেদুর মনোরমা ,
তাল তমাল আর হিজলের সারি সারি সখ্যতায়
সুন্দর প্রকৃতি ছিল অনন্যা রূপবতী অনুপমা ।
মায়াময় উচ্ছ্বল দিঘির এপার ওপার জুড়ে ছিল
উদাসী লালশালুকের বিনম্রতার বিনয়ী সম্বোর্ধনা ,
উতলা কচুরিপানা আনমনে রচিত অনন্য স্বাক্ষর
ভেজা মাটির গন্ধ মেটাত পিয়াসী হৃদয়ের বাসনা ।
অম্বরের শামিয়ানায় ছিল সহানুভূতির প্রলেপ
সুমন্দভাষী সমীরণের আতিথ্যে ছিল না কারপণ্য ,
সোঁদা মাটির সরসতায় বনানীর উৎফুল্লতা প্রবল
উর্বরতার আপ্যায়নে প্রসিদ্ধ দূর্বার মতি ছিল সুপ্রসন্ন।
ধরনীর বক্ষ জুড়ে কাননে কুসুমে ছিল মিঠেল আলাপন
সবুজ প্রান্তর সরসতায় মাতিয়া উঠিত সারাবেলা ,
দিগন্ত ছুঁয়ে রামধনু বিলাতো শান্তির শুভকামনা
অফুরান মুগ্ধতা নিয়ে সরসীতে কোমল ফুটিত মেলা।
একদিন বরষা শোনাত দিলখোলা স্বরলিপি
বিহঙ্গের কথাকলিতে ছিল আপ্লুত সুরের মূর্ছনা ,
ভেজা মাটির শীতলতায় ছিল না অশুভ বারতা
নির্ভেজাল সাধনায় স্বতস্ফূর্ত মলয়পবন ছিল উন্মনা।
সেদিন ; নয়ন যুগল হেরিত প্রকৃতির বদান্যতা
মানুষে প্রকৃতিতে তেমন ছিল না মতানৈক্যের দ্বন্দ্ব ,
আজ সে অনুভব বিষ বাঁশরীর করুণ রোদন
নবাগতা বঞ্চিত সেদিনের সেই ভেজা মাটির গন্ধ ।
≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি –
নাম – পীতবাস মণ্ডল । পেশায় সাধারণ কর্মজীবী । সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায় ।