বড়ো হওয়া বড়ো শক্ত

-পুষ্পিকা সমাদ্দার

≈≈≈≈≈≈≈≈≈≈

বড়ো হওয়া বড়ো শক্ত,

মানবিকতা থাকতে হবে

মানুষকে মানুষের প্রকৃত

সম্মান দেবে তবে।

মানুষের মাঝে মনুষ্যত্বের

অভাব যদি থাকে,

বড়ো হওয়া তবে পড়বে

যে শুধুই বিপাকে।

মানুষ তো এমন নয়

কেবল চেহারায় বাড়ে,

বিদ‍্যাবুদ্ধি দ্বারা সে সবকিছু

প্রকাশ করতে পারে।

বড়ো হলেই দায়িত্বের বোঝা

ক্রমশই যে বাড়ে,সমস্ত

দিকটা লক্ষ‍্য রাখা কোনো

ক্রমেই না কাউকে ছাড়ে।

লক্ষ‍্য স্থির রেখে করতে হবে

সমস্ত দায়িত্ব পূরণ,কোনো

কর্মেই যেন ফাঁক না থাকে

থাকতে হবে যে তার দিকে স্মরণ।

বোধোদয় হয় যেন শুভ

চেতনার দিকে,বড়ো হওয়া

সত‍্যিই বড়ো শক্ত নিজের

জীবনটা হয়ে যায় বর্ণহীন

একেবারেই ফিকে।

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি–:

আমি পুষ্পিকা সমাদ্দার কলকাতা নাকতলা অঞ্চলে নিবাস লেখালেখি সঙ্গীত চর্চা ও সমাজসেবা মূলক কাজের সনে নিযুক্ত,শৈশব কেটেছে ডুয়ার্সের মালবাজারে স্কুল কলেজ শেষ করে বিবাহসুত্রে এখন কলকাতার নিবাসী, সাহিত‍্যের সঙ্গে নিজেকে জড়িয়ে নিয়েছে কবিতা পড়তে লিখতে ভীষণ পছন্দ করি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*