ইচ্ছের ঘুড়ি
-সিরাজুল ইসলাম মোল্লা
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
চায় মনে সবার জীবনের প্রথম স্বপ্ন রাঙাতে,
ছুটতে লাল নীল ইচ্ছের রঙিন ঘুড়ি উড়াতে।
মেঘাচ্ছন্ন আকাশ, হিমহিম শৈত্যপ্রবাহ সাথে,
শীতের সকাল খোলা মাঠে নাটাই ঘুড়ি হাতে।
ইচ্ছের ঘুড়িটাই উড়িয়ে দিলাম মন আকাশে,
উড়ছে ডানে বাঁয়ে উপর নিচে আর্দ্র বাতাসে।
ইচ্ছের-ই ডানা মেলে আকাশে বাতাসে উড়ে,
দিই আরও সুতা ছেড়ে, যাবে আর কতদূরে!
মনের অনুভবে কত মজা ইচ্ছের ঘুড়ি ঘিরে,
সময় হলেই আনব টেনে, ফিরব নিয়ে নীড়ে।
দেখতে দেখতে সাঁঝের বেলা কুয়াশা আঁধার,
কোথা আটকে সুতা যায় ছিড়ে অজ্ঞাতসার।
করেছে আপন তালে খেলা নিত্য সারা বেলা,
হেলায় ফেলায় খেলার মেলায় যায় রে বেলা।
বেলা শেষে হায় হায় আফসোস যেন মনেতে,
কেন সময়ে রাশ ধরিনি নাটাই হাতে থাকতে!
মননে আজ হতে পারে সব ইচ্ছের বাজিমাত,
বেলা বয়ে যাবে, ঘুড়ি ছিড়ে যাবেই সন্ধ্যারাত।
নশ্বর জীবনে ঘুড়ির নাটাই অবিনশ্বরের হাতে.
জীবনের সাঁঝবেলা ফিরতে হয় ডাকের সাথে।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাস পুর, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ, কোড- ১৫০২।