তুমি যদি
-শহিদুল ইসলাম আখন
≈≈≈≈≈≈≈≈≈≈
তুমি যদি নদী হতে
আমি হতাম তরী,
তোমার বুকে ভেসে ভেসে
হতাম দেশান্তরী।
ঘাটে ঘাটে নোঙর ফেলে
কাটত আমার বেলা,
সন্ধ্যা হলে দুজন মিলে
খুনসুটি আর খেলা।
মনের কথা গহীন রাতে
তোমায় আমায় মিলে,
উথাল পাথাল ঢেউ-এ তোমার
উঠত এ মন দুলে।
তোমায় আমায় মিলে হত
অনেক দূরের পাড়ি,
হারিয়ে যেতাম অজানাতে
শহর নগর ছাড়ি।
তোমার বুকে সারা জনম
থাকতাম আমি ভেসে,
এমনি করে তোমায় আমি
যেতাম ভালোবেসে।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
গ্রাম ও পোস্ট তিলপী, থানা -জয়নগর, জেলা দঃ চব্বিশ পরগনা, পশ্চিম বঙ্গ, ভারত।