অগ্রণী
শ্রী স্বপন কুমার দাস
∞∞∞∞∞∞∞∞∞
অগ্রণী তুমি ভুলে যেও না
নিয়েছো সবার দায়িত্ব,
হাতজোড় করে দোরে দোরে ঘুরে
ভিক্ষে টকুও নিয়েছো।
আশীর্বাদ করেছে আপ্রাণ ভরে
রাখেনি মনে ক্লেশ,
ঠিক যেমনটি চেয়েছিলে তেমনটি দিয়েছে
মুক্তহস্তে করেছে দান অনিমেষ,
মেনে নিয়েছে তোমাকে সবাই
তুমি সকলের-ই অখিলেশ।
অগ্রণী তোমায় বিশ্বাস করেছে
দিয়েছে তোমায়, তোমার প্রাপ্য সম্মান,
আশাবাদী মানুষের পুরাও কামনা বাসনা
না রেখে কারুর উপর অভিমান।
এবার তোমার দায়িত্ব পালনের পালা
কোরোনা আর হেলাফেলা,
দুখীর দুঃখ মোচন করার
এখন তোমার পালা।
শক্ত হাতে রাশটি ধরে মানুষের জন্য কিছু কর
উন্নয়নে ভরাও স্ব-ভূমি টাকে
দারিদ্র্য দূরীকরণে হও উদার।
স্ব-ভূমির সকল জনের হিতে
নিজেকে করে ফেলো উজাড়,
কালোধান্ধা স্বজন পোষণ ভুলে
সত্যের পথে তোলো তোমার হাতিয়ার।
এমন কিছু কোরোনা ভুলেও অপ্রীতিকর কাজ
যার ভুলের মাশুল দিতে হতে পারে,
তোমার চৌদ্দ গোষ্ঠীর করে উদ্ধার।
জনতা জনার্দন সহজ সরল প্রাণ
অল্পেতে বিশ্বাস করে,
তাদের যথাযোগ্য সম্মান দিও অগ্রণী
যাতে তোমার বিরুদ্ধে বন্ধুকটি না হাতে ধরে!!
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
কবি-শ্রী স্বপন কুমার দাস,পিতা-সন্তোষ কুমার দাস,মাতা-কল্যাণী দেবী, পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর মহকুমার কবির জন্ম ১৯৬৩ সালের ১৬ এপ্রিল অবিভক্ত মেদিনীপুর জেলার গোপীবল্লভপুর গ্রামে।ফেসবুক দুনিয়ার স্বনামধন্য কবি স্বপন কুমার দাস মহাশয়ের ইতি পূর্বে বহু কবিতা প্রকাশ হয়ে গেছে ও আরো অনেক কবিতা প্রকাশের অপেক্ষায় আছে।কবির কলম সাফল্যের জন্য “কবিতার পাতা” পরিবার গর্বিত।