সোনালী আলো
-টিনা ব্যানার্জী
∼∼∼∼∼∼∼∼∼∼∼
উন্মুক্ত ঐ খোলা আকাশ
হাতছানি দেয় মোরে,
সাদা ওই মেঘের ভিড়ে
হারায় মন সেই সুদুরে।
পেঁজা তুলোর মেঘের পরশ
শরীরে লাগে যখন,
ভীষণ ভাবে আনমনা হয়
চঞ্চল এই প্রাণমন।
মুক্ত বিহঙ্গ খেলে বেড়ায়
সারা আকাশ জুড়ে,
সোনালী আলোর রঙিন আভায়
ধরণী দিয়েছে মুড়ে।
মনে ভাবি থাকতো যদি
আমার দুটি ডানা,
ঘুরে বেড়াতাম এ গাছ ও গাছ
করতো না কেউ ও মানা।
সঙ্গী হতো ঝোড়ো মেঘ
শঙ্খচিল অথবা গাঙ শালিক,
শুনতে হতো না কারো আদেশ
হতাম নিজেই নিজের মালিক।
নিজের মনের বাঁধন খুলে
উন্মুক্ত করতাম দুয়ার,
সেই দিনটির স্বপ্ন দেখে
রোজ রাতেই মন বারবার।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
লেখিকা পরিচিত –
লেখিকার নাম টিনা ব্যানার্জী
জন্ম – বড়ো হয়ে ওঠা হাওড়া জেলার সাঁতরাগাছি তে। বিবাহ সূত্রে এখন বর্তমানে বরানগরের বাসিন্দা। পিতা – স্বর্গীয় গৌতম ব্যানার্জী, মাতা-কেকা ব্যানার্জী, শিক্ষা – সাঁতরাগাছি ভানুমতী গার্লস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ এবং হাওড়া বিজয় কৃষ্ণ গার্লস কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন. লেখালিখির সূত্রপাত -স্কুল জীবন থেকে লেখালিখি – বিভিন্ন পত্রপত্রিকা, ম্যাগাজিন এছাড়া সংকলন পরিবারের হাত ধরে প্রথম বই প্রকাশিত হয়” আমার উপন্যাস “(২০২৩)