সমর্পণ

-অনিল কুমার পাল

∞∞∞∞∞∞∞∞∞

আমার পরাণ মাঝে তোমারিই বাস,

হৃদয় মাঝে বসত খুঁজি না তোমায়।

সঁপতে হবে হৃদয় সে জগৎময়,

জাগবে আকুল প্রাণে স্মরণেতে আশ।

ত্রিভুবনে দেহ মনে বিরাজিত ক্ষণে,

আপন সুরে বাজাও সর্বক্ষণে ঘনে।

গভীর চিন্তা মগনে জাগ্রত এ মনে,

ইশারাতে দিবা রাতে করে সমর্পণে।

ষড়রিপুর তাড়না দূর হ যাতনা,

মনকে চিনলে যাবি তাকে পাবি পারে।

সাধন ভজন করে কর্মপথ ধরে,

আবেগ তাড়িত হয়ে কখনো মেতোনা।

খুঁজি মন কোথায় আসে তোর ধারে,

পেতে হলে মন খুলে হৃদে রাখ ধরে।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

অনিল কুমার পাল, পিতা মৃত দ্বিজপদ পাল, মাতা মৃত রেনু বালা পাল। তিনি মাগুরা জেলার অন্তর্গত পুটিয়া গ্রামে (বাংলাদেশ) ১০ জানুয়ারি ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি একটি বিশেষায়িত ব্যাংকে অডিটর হিসাবে কর্মরত আছেন। তাঁর বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থে লেখা প্রকাশিত হয়েছে, তিনি অবসর সময়ে লেখা লেখি করে থাকেন।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*