প্রশ্ন
-মুহাম্মদ রফিকুল ইসলাম
≅≅≅≅≅≅≅≅≅≅
মন যদি নাই পাই দেহ দিয়ে কি হবে,
কাম্য তৃষ্ণা মিটে সুন্দর বধূতে
মনের তৃষ্ণা মিটে কার কাছে গেলে?
মন যদি নাই পাই দেহ দিয়ে কি হবে।
বনিকের বিশাল তরী
সন্যাসী বেশে ঘুরে সাগরের বুুকে,
নদী তুমি অহেতুক
জলধারা দিলে কার মরুময় প্রাণে।
মন যদি নাই পাই দেহ দিয়ে কি হবে!
রসনা নন্দিত করে
কত ফল ভোজিলে তুমি সুফলা ভবনে
কিন্তু বটের ছায়ায় মিলে যে সান্ত্বনা
কান্ত পথিক বিনে কেউ তা বুঝে না।
কবি মন সে কথা ভেবে কাঁদে নিরলে
নিজেকেই প্রশ্ন করি কাতর কন্ঠ চেপে
মন যদি নাই পাই দেহ দিয়ে কি হবে!!!
≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
মুহাম্মদ রফিকুল ইসলাম
পিতা:আব্দুল বারেক
গ্রাম: কারারকান্দি
থানা ও পোস্ট: হোমনা
জেলা: কুমিল্লা।