জাতির জনক

-শিবানী সাহা

≈≈≈≈≈≈≈≈≈

জাতির জনক মহাত্মা গান্ধী

তোমাকে জানাই প্রণাম,

স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে

স্বর্নাক্ষরে লেখা তোমার নাম।

হিংসা নয় অহিংসা দিয়ে

করতে হবে জয়,

দেশের জন্য লড়তে গিয়ে

পাওনি কখনো ভয়।

চড়কা কাটা সুতোর খদ্দর

ছিল তোমার পরিধান,

সৎ কর্ম,সৎ ধর্ম,সৎ ভাবনা

মাতৃ আজ্ঞায় নিবেদিত প্রাণ।

বিদেশী বস্ত্র ছেড়ে দেশী বস্ত্র

এটাই ছিলো প্রধান কাজ,

সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত

ছিলোনা বাহারি পোশাকের সাজ।

অসহযোগ সত্যাগ্ৰহ আন্দোলনে

তুমি ছিলে সবার আগে,

তোমাকে অণুসরন করে যুব সমাজের

অন্তরে দেশ মুক্তির ইচ্ছা জাগে।

বিশ্ব অহিংস দিবস পালিত হয়

পবিত্র তোমার জন্মদিনে,

অহিংসার পথে হয় না মহৎ কাজ

সহনশীলতা আর সৎ চিন্তা বিনে।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি:-

কবি শিবানী সাহার জন্ম উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। বর্তমানে তিনি হুগলি জেলার কোন্নগরে বাস করেন। সাহিত্যের প্রতি অনুরাগ ছোটবেলা থেকে। কবিতা লিখতে ও পড়তে খুব ভালোবাসেন।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*