আড়াল

-মধুরীমা

∼∼∼∼∼∼∼∼∼

কাঁদে মন অকারন

বোঝে না সে ভাষা যে

কি যে চায়, বলে যায়

খোঁজে না কেউ কথা সে

রাত নামে নিরবে

জল ছল তারাতে

ভেজা বালিশ বলে যায়

সব ব্যাথা হারাতে।

বেখেয়ালি ভাবনা

পায় না তো সীমা যে

খোয়াব তরঙ্গে ধায়

পাহাড়ের চূড়া সে।

ভরসার হাতছানি

বালুচরে ছেয়ে যায়

হঠাৎ আসা রংধনু

হৃদয়ে রাঙাতে চায়।

স্বার্থহীন অবনীই

স্বার্থের দুনিয়া

মমতার পিছুটান

সবই তো মিছে মায়া।

আকাঙ্খা লালসায় চলে

জীবনের হাল চাল

নোনা জল ও ছলনার

মুখোশের বেড়াজাল। 

∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতিঃ

নামঃ মধুরীমা

শিক্ষাগত যোগ্যতাঃ মাষ্টার্স

পেশাঃ গৃহিনী (অবসরে লেখালেখি)

ধর্মঃ ইসলাম

স্থায়ী ঠিকানাঃ খুলনা

জন্মভূমিঃ বাংলাদেশ

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*