স্নেহের বন্ধন
-শান্তি দাস
∞∞∞∞∞∞∞∞
স্নেহের বন্ধন মন জড়িয়ে থাকা
যাহা ভুবন আলো করে রয়,
স্নেহের পরশে জীবন খুঁজে পাই
ভালোবাসা টুকু কেড়ে নিতে হয়।
আদর সোহাগ দিয়ে কাছে টেনে
স্নেহের আঁচলে বাধঁন সুখে থাকবে,
এই বন্ধন চিরদিন জড়িয়ে থেকে
মোদের সকল আশা মিটবে।
যদি থাকে চাওয়া পাওয়ার আশা
এই বাঁধন মায়া মমতায় ভরা নয়,
অভিমানে বুক ভরে স্নেহের বন্ধনে
সবকিছু ভুলে মন হারাতে হয় ।
ভালোবাসার বাঁধনে দুটো হৃদয়
একত্র হতে অনেকটা সময় লাগে ,
স্নেহের বন্ধনে নেইতো চাওয়া কিছু
বেশি কম তাতে যদি হিসেব আগে।
স্নেহের বন্ধনে পাওয়া আঁচলে বাধা
প্রাণের পরশে আর কিছু না চাই,
এমন পরশ যদি সারা জীবন ধরে
সেই পরশে আমরা জীবন খুঁজে পাই।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
শান্তি দাস
এম এ এডুকেশন ( শিক্ষা ববিজ্ঞান)
সরকারি বিদ্যালয়ে বিষয় শিক্ষিকা
আগরতলা খোয়াই জাম্বুরা ত্রিপুরা