আগমনীর বার্তা

-ইন্দিরা দত্ত

≅≅≅≅≅≅≅≅≅

পাল্লা দিয়ে মেঘের সাথে শরৎ করে খেলা,

নীল আকাশে ভাসছে দেখো সাদা মেঘের ভেলা।

নদীর ধারে কাশ ফুটেছে শিউলি ফোটে গাছে,

মন আমার সোনা রোদের মত কেমন নাচে!

দূর্বা ঘাসে শিশির ঝরে শরৎ শশী হাসে,

কাশের বনে চামর দোলে খুশিতে সব ভাসে।

শরৎ কালে শিউলি সাথে শিশির ভেজা প্রাতে,

নবীনরূপে ঋতুর সাজে সুবাস ভাসে রাতে।

শরৎ ভোরে বাদল ঘোরে শিউলি দেখো ঝরে,

মা আসছেন বছর ঘুরে সবাই মনে করে।

ঘাসের পরে শিশির ফোঁটা মুক্তো সম লাগে,

প্রকৃতি মা সেজেছে আজ প্রাণেতে খুশি জাগে।

নানা রঙের ফুল ফুটেছে উমা আসার তরে,

জুঁই মালতী শিউলি ফুল ফুটেছে থরে থরে।

হৈমবতী আসছে বুঝি ওই পুষ্প রথে!

শিশুরা সব আনন্দেতে ছুটছে মেঠো পথে।

দুর্গাপুজো শরৎকালে ঢাকটা ওঠে বেজে,

পুজোয় নেবো নতুন জামা নতুন সাজে সেজে।

উমা আসছে বাপের বাড়ি তাই লেগেছে ধুম,

আগমনীর বার্তা পেয়ে খুশিতে নেই ঘুম।

≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি –

আমি ইন্দিরা দত্ত, গৃহশিক্ষিকা ও গৃহবধূ। বেলা শেষে এসে সময় কাটাবার জন্য কলমকে হাতিয়ার করে নিয়েছি। গল্প, কবিতা পড়তে আমার ভীষণ ভালো লাগে। এছাড়া বাগান করতে,নাচ গান আবৃত্তি আমার নেশা। পিতার নাম – ঈশ্বর শ্যাম সুন্দর বিশ্বাস।মায়ের নাম- শ্রীমতি বীণাপাণি বিশ্বাস, স্বামীর নাম- উৎপল দত্ত

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*