অকাট যুক্তি মেনে চলে
-আবুল হাসমত আলী
∞∞∞∞∞∞∞∞∞
আইনস্টাইন ছিলেন এক মস্ত বড় বিজ্ঞানী,
জ্ঞান বুদ্ধিতে ঠাসা তার মতবাদ খানি।
এই বিশ্বব্রহ্মাণ্ডে কোন কিছু স্বাধীন নয়,
তাঁর মতে প্রত্যেকের মধ্যে সম্পর্ক রয়।
তাই মোদের পৃথিবী সূর্য প্রদক্ষিণ করে,
চাঁদ আবার পৃথিবীর চারিদিকে ঘোরে।
সেই রকম মানুষও স্বাধীন হতে পারে না,
কিন্তু পরাধীনতাও মেনে নিতে চায় না।
নানা রকম পরাধীনতা তার আছে ,
মানুষ পরাধীন নানা মতবাদের কাছে।
মানুষের ভালোর জন্য হয়েছিল সেগুলি
এখন সেগুলি শোষণের কলা কুশলী।
নিজেদের স্বার্থে সেগুলি প্রচার করে তারা,
তা বাঁচিয়ে রাখে তারা নিজেদের দ্বারা।
সরল মূর্খ মানুষগুলো ভক্তি ভরে তা পালে,
চালাকরা থাকতে চায়না তাদের পদতলে।
ধান্দাবাজরা তাদের বেঁধে রাখে কুটকৌশলে,
মুনাফার পাহাড় গড়ে, চড় বসায় অপরের গালে।
চড় খেয়ে হাঁ হয়ে কেবল আকাশ পাতাল ভাবে,
প্রতিবাদী হতে পারেনা, তাই সহ্য করে মুখ বুজে।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি প্রত্যাশি