অহংবোধ ছাড়ি

-অনিল কুমার পাল

≅≅≅≅≅≅≅≅≅≅

সমব্যথী যারা দুঃখ ঘুচিয়ে এগিয়ে যায় তারা,

অহংবোধ দূরে ছুঁড়ে জাগ্রতবোধ নয়তো হারা।

মনটি তাদের কোমল দুঃখ কে দেয় না তারা আমল,

পায়াভারি যাদের বজ্র কঠিন হয় না কোন আকুল।

পাহাড় সমান দুঃখ আগলিয়ে মনকে রাখ শক্ত,

নব সূর্যোদয়ে অমানিশা যাবে কেটে পাবে অনেক ভক্ত।

অহংকারীর হয় যে পতন দুঃসময়ে পাই না যতন,

উঁচুনিচু ভেদাভেদে পাবে নাকো অমূল্য রতন।

একই রকম সৃষ্টি যখন বিবেকহীন কর্ম করোছ ক্ষণ,

পায়াভারী সবকিছু ছাড়ি আনন্দে মাতিয়ে থাক সর্বক্ষণ।

ছিন্নমূলের অনেক আশা সকলের তরে চাই ভালোবাসা,

বজ্র কঠিন মনকে কুসুমাস্তীর্ণ করে আগলিয়ে রাখি আশা।

আমার দেশ হবে অহংবোধ দূরে সকলে থাকি মিলেমিশে,

জ্ঞানের আলোয় এগিয়ে যাবে অন্ধকার যায় যে অবশেষে।

সকলকে মান্য করে চলি শিক্ষা দীক্ষায় অগ্রগামী এটাই বলি,

নয় হিংসা বিদ্বেষ হানাহানি সকলের মান বজায় রেখে চলি।

≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি-

অনিল কুমার পাল পিতা মৃত দ্বিজপদ পাল, মাতা মৃত রেনু বালা পাল। তিনি মাগুরা জেলার অন্তর্গত পুটিয়া গ্রামে (বাংলাদেশ) ১০জানুয়ারি ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি একটি বিশেষায়িত ব্যাংকে অডিটর হিসাবে কর্মরত আছেন। তাঁর বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থে লেখা প্রকাশিত হয়েছে, তিনি অবসর সময়ে লেখা লেখি করে থাকেন।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*