মেঘে ঢাকা আকাশ
-কাজী সেলিনা মমতাজ শেলী
∞∞∞∞∞∞∞∞∞∞∞
মেঘে ঢাকা আকাশ, আসেনি রবি তবু এসেছে প্রভাত,
মেঘে মেঘে বেলা চলে যাবে, আবার আসবে ওই রাত।
সংগ্রামী জীবন থেমে থাকে না রৌদ্র ছায়ার মতো চলে,
সততার সাথে কষ্ট না করলে কভু, সুখ শান্তি কি মেলে।
নীরব কল্পনা আর স্বীয় চেষ্টা, নিয়ে যেতে পারে শীর্ষে,
জীবন সুন্দর হোক যেন অবদান রাখতে পারে বিশ্বে।
জীবন বড় সুন্দর, যদি সাজানো যায় অতি চমৎকার,
সেই জন যে উত্তম যার আচরণ চরিত্র রয়েছে সুন্দর।
বসন্তের ধ্যানে চঞ্চল বাতাসে এ পলাশ ফোটে চিরকাল,
শুধু তোমার জন্য প্রকৃতি, এ অরণ্যে পলাশ হলো লাল।
জ্যোতি দীপ্ত এই আকাশ, যেন ধরণীর জন্য সুসংবাদ,
চাঁদের জ্যোছনা হতে যে আলো আসে যেন আশীর্বাদ।
ঐশ্বর্য আর বিলাস নিয়ে,মিথ্যাবাদীরা বিভোর থাকে,
ভাবতে চায় না, পৃথিবী হতে বিদায় নিতে হবে তাকে।
∞∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
পাইকগাছা খুলনা বাংলাদেশ