খায়েশ
-বিপ্লব শামীম
≅≅≅≅≅≅≅≅≅≅≅
কতো অর্থ উপার্জিত হলে
মিটবে তোমার খায়েশ?
কতো সম্পদ হলে ভাববে
এবার করবো আয়েশ!
খায়েশ বলে আমার আছে
শুধুই কেবল শুরু,
রোখা আমায় যায়না কভু
গতি আমার ঝড়ো!
আমার মায়ায় পড়লে তুমি
ডুববে দুনিয়ায় ভুলবে দ্বীনে
গাড়ী, বাড়ী, ব্যবসা, বাণিজ্যে
থাকবে তুমি মজে!
নেশা তোমায় নিয়ে যাবে
স্বপ্নিল এক জগতে,
তৃপ্তি তোমার পালিয়ে যাবে
খুঁজবে গোধূলি, ঊশা, প্রভাতে!
শান্তি নামক নিয়ামতটি
মন থেকে যাবে চলে,
দম্ভ তোমার পয়দা হবে
করবে কর্ম, মন যা বলে!
খাওয়াদাওয়া ঘুমে যেন
নেমে আসবে নিম্ন গতি,
মিলিয়ন,কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন
সংখ্যা হবে তুচ্ছ অতি!
এতো এতো পেয়েও ভাববে
হয়নি অর্জন তেমন কিছু,
অতৃপ্ত মনের সঙ্গী ‘খায়েশ’
হাঁটবে তোমার পিছুপিছু !!!
≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিত :
আমি দেওয়ান শামীমুল ইসলাম। ডাক নাম দুইটি, দাদার বাড়ীতে আমি শামীম আর নানার বাড়ীতে আমি বিপ্লব। বাংলাদেশের টাঙ্গাইল জেলার অধীনস্থ বাসাইল উপজেলার তিরঞ্চ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম! জন্মসাল – ১৯৭১। বাবা – মরহুম মাওলানা আনোয়ারুল ইসলাম ছিলেন স্বনামধন্য একজন প্রধান শিক্ষক ও সমাজ সেবক। মা – মরহুমা রওশন আরা বেগম শিউলি। আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি (গণিত)। পেশা – শিক্ষকতা। বর্তমানে সৌদিআরবে কর্মরত। মূলত শখের বসেই লেখালেখি। প্রকৃতির সান্নিধ্য ও এর বিশালতা আমাকে মুগ্ধ করে।ধন্যবাদ।