তুমি বিনা
-সিরাজুল ইসলাম মোল্লা
≈≈≈≈≈≈≈≈≈
তুমি বিনা আমি কেমন আছি, জানতে কী ইচ্ছে হয়,
কী বলি, আমার পৃথ্বী আমার নেই কেবলি মনে হয়।
কোন এক ভোরে অজানা ঝড়ে উড়ে গেছে বহুদূরে,
হারানো ভালোবাসাও সংশয়ের গহবরে কেঁদে মরে।
তুমি বিনা কাটে না প্রহর আসে না ঘুম দূর ভাবনায়,
যদি দেখতে এসে, কেমন আছি আমি শেষ যাত্রায়!
সোনালী দিনের স্মৃতিগুলো দোলে মনের আয়নায়,
স্বপ্ননীল পাতাগুলো থর থর কেঁপে ঝড়ে উড়ে যায়।
তুমি বিনা আর কেমন বা থাকতে পারি, কষ্টের ক্ষয়,
অস্বচ্ছ চশমার গ্লাসে ছবিগুলি ঘোলাটেই মনে হয়।
কবিতা লিখতে ভাবতেই রক্ত ঝরে যায় দগ্ধ হৃদয়ে,
অশ্রু ঝরে যায় খাবার টেবিলে, কাপড়কাচা সময়ে।
আমি বিনা তুমি কেমন আছ, জানতে বড় ইচ্ছে হয়,
ওয়ালের সে ছবিটা কী আজও সেদিনের কথা কয়!
আজও কী একাকী নীরব জোস্না রাতে সিঁড়ি বেয়ে,
নির্বাক জীবনের তারা গুনো নীলাকাশ পানে চেয়ে।
আমি বিনা আজও কী মম প্রতীক্ষার প্রহর গুনছো,
মনে কি পড়ে ঝগড়াটে বেলা- কী করছো, শুনছো!
তুমি বিনা আমি ভালো নেই, ভালো থাকতে পারিনা
আমি বিনা তুমি নিশ্চয় ভালো আছ, তবে জানি না।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
ঠিকানা জোড়ার দেউল, সুখবাস, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ ১৫০২