আমার দুগ্গা মা

-শিবানী সাহা

∞∞∞∞∞∞∞∞∞

ওমা দুগ্গা সাত সকালে চললি কোথায়

তোর দেহে কেন মলিন বসন,

তোরই গড়া কষ্টের মাটির ঘরে

টলমল করছে আজ তোর আসন।

ছেলে মেয়ে মানুষ করলি তুই

ঘুরে ঘুরে বাবুর বাড়ির বাসন মেজে,

চোখের সামনে তোর মেয়ে ঘুরে বেড়ায়

নতুন পোশাকে আধুনিক নারী সেজে।

লেখাপড়া শিখে মানুষ হয়ে ছেলে তোর

বহুদিন হলো বিদেশে দিয়েছে পাড়ি,

মায়ের কথা মনেই পরেনা ভুলে গেছে

তার জন্য জোটে না নতুন শাড়ি।

ক্লান্ত দেহ শ্রান্ত চরণ বৃদ্ধ বয়সেও

থামতে তুই জানিস না,

হাত পেতে ভিক্ষার অন্ন নিবি

সেই উপদেশ মানিস না।

কোটি টাকার জাঁকজমকে মায়ের পুজার

আয়োজন দেখি পাড়ায় পাড়ায়,

দীন দুঃখিনি মা খেটে মরে

মলিন বদন মুখের হাসি হারায়।

আমরা এমন অধম সন্তান মা তাই

ভুলেও করি না তোর খোঁজ,

বাঁচতে হবে তাই দুমুঠো ভাতের জন্য

বাড়ি বাড়ি বাসন মাজিস রোজ।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি:-

শিবানী সাহার জন্ম উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। ছোট থেকেই তার সাহিত্যের প্রতি অনুরাগ। কবিতা লিখতে ও পড়তে ভালোবাসেন। বর্তমানে তিনি হুগলি জেলার কোন্নগরে বাস করেন।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*