নিরব বেদনা

-মুহাম্মদ রফিকুল ইসলাম

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

একই ছাদের নিচে একই বিছানা

তবুও সংশয় মনে কোন সে অজানা,

যদিও পাশাপাশি নিদ্রা মগ্ন দু’জনা

কারো মনের খবর কেউই জানে না।

মনকে বুঝিতে লাগে যেই মনোভাব

সে জিনিসটার আজ বড়ই অভাব,

কারোই সয় না যে গায়ে কারো প্রভাব

এমনই দেখি আজ মানব স্বভাব।

এখানে শুধুই আমিত্বের আরাধনা

স্বার্থের পাপড়ি ছাড়া ফুলরা ফোটে না,

অবাক দৃষ্টিতে হেরি নানান ঘটনা

অন্তরে পোষা সতত নিরব বেদনা।

আমি আসলে নির্ণয় করতে পারি না

কোনটা যে ভালবাসা,কোনটা ছলনা।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতিঃ

মুহাম্মদ রফিকুল ইসলাম, পিতা: আব্দুল বারেক প্রধান, জন্ম:২১/০৫/১৯৮৮ইং, পেশা: পল্লী চিকিৎসক, গ্রাম: কারারকান্দি, থানা ও পোস্ট : হোমনা, জেলা: কুমিল্লা।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*