প্রেমের সনেট
-পলাশ বরণ দাশ
∞∞∞∞∞∞∞∞∞
অনিন্দ্য সুন্দরি ওগো সুকণ্ঠী গায়িকা
তুমি ছিলে জীবনের প্রথম নায়িকা।
সেকখা তোমার কি আজ পড়ে না মনে
নিরবে নিভৃতে সদা অন্তরের কোণে।
বিকালে রূপসাজ করে বকুল তলে
ফুল নিয়ে আসতে মনের কৌতুহলে।
প্রেমালাপ করতাম মুখোমুখি বসে
সেদিনের ঘটনা আজ নয়নে ভাসে।
তোমার বিহনে আজ সবকিছু মিছে
বিরহ আগুন ঝরছে বুকের কাছে।
হৃদয়ে রয়েছে মোর কঠোর বেদন
থেকে থেকে উঠে যেনো করুণ রোদন।
ভুলব না কোনদিন অতীতের স্মৃতি
আমরণ থাকবে মোর হৃদয়ে গাঁথি।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
পলাশ বরণ দাশ ( কবি ও শিক্ষক ), মহজন বাড়ি, দক্ষিণ জলদী, থানা – বাঁশখালী, জেলা – চট্টগ্রাম, বাংলাদেশ। কবি নিয়মিত কবিতার পাতার একজন সক্রিয় সদস্য। তিনি সবসময় নবীন ও প্রবীণ লেখকদের কবিতার পাতায় অংশগ্রহণ করার জন্য আন্তরিকতার সাথে আহবান জানান।