ভালোবাসার অত্যাচার
-মধুরীমা
∼∼∼∼∼∼∼∼∼
ভালোবাসি প্রিয় তোমায়
ভালোবাসি খুব,
তাইতো তোমার অত্যাচারে
বারে বার দেই ডুব।
সাজানো বুকে হাজারও
ব্যাথার ডালি,
কত অভিযোগ জমা মনে
তোমার হাসিতে যাই সব ভূলি।
কত রাগ অভিমান আজো
মস্তিস্কের চার পাশে
তোমার চোখেতে তাকালেই
আমি অতলে যাই যে ভেসে।
নিরবে লুকাই গভীর নোনাজল
হৃদয়ে হয় খনন,
তোমার ছোঁয়াতে হারাই নিজেকে
সে এক অদ্ভুত শিহরন।
বলতে পারি না কিছুই
শুনে তোমার আবেগি বুলি,
অত্যাচারিত হয় মন
ভালোবাসায় করেছো যে গুলি।
শুধু বঝবে না ভালোবাসার
গভীরতটা ঠিক কত,
সেখানে জমে আছে
ক্ষুদ্র ক্ষুদ্র অজস্র ক্ষত।
তবুও তোমার প্রেমে
ডুবেছি যে মায়ায়,
আমার আমিকে হারিয়ে ফেলেছি
তোমার সকল চাওয়ায়।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
নামঃ মধুরীমা, শিক্ষাগত যোগ্যতাঃ মাষ্টার্স, পেশাঃ গৃহিনী (অবসরে লেখালেখি), ধর্মঃ ইসলাম, স্থায়ী ঠিকানাঃ খুলনা জন্মভূমিঃ বাংলাদেশ।