মধ্যপ্রাচ্যের যুদ্ধ

-অশোক কুমার পাইক

≅≅≅≅≅≅≅≅≅≅

শান্তি নেই অশান্তির আগুনে জ্বলছে সারাবিশ্ব,

যুদ্ধ, যুদ্ধ খেলায় এক দেশ অন্যকে করে নিঃস্ব ;

ইজরাইল আর ফিলিস্তিনির মধ্যে দুদ্ধর্ষ লড়াই,

ইতিপূর্বে দেখেছি রাশিয়া ও ইউক্রেনের বড়াই l

অত্যাধুনিক অস্ত্র কাঁধে ধ্বংসে মত্ত উভয় দেশ,

তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা, কোথায় এর শেষ ?

দেশের শক্তি জাহিরে অহংকারে নগ্ন যুদ্ধনীতি

অস্ত্রশস্ত্রের সমারোহে উন্মাদ ও উদ্দাম স্ফীতি l

রাষ্ট্রনেতারা অন্তরালে শীততাপ নিয়ন্তিত ঘরে

দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে সামনে সৈনিক ধরে,

গোবেচারা সৈনিক রণসজ্জায় অস্ত্র ঘাড়ে তুলে

রণাঙ্গনে ছুটে চলে সেই স্বজন পরিজন ভুলে l

মধ্যপ্রাচ্যেই অগ্নিগর্ভ, বারুদের ধোঁয়ায় ঢাকা,

শত্রুর অতর্কিত আক্রমণে পথ যে রক্তমাখা,

উভয় সেনাদের অতি ভয়ঙ্কর, চণ্ডাল রণমূর্তি

এক একটি রকেট গতি দীর্ঘ পুঞ্জিভূত ফুর্তি l

বিদ্ধস্ত প্রাসাদ, অট্টালিকা,শ্মশান স্তব্ধ দেশ,

অবরুদ্ধ গাজা,খাদ্য বিদ্যুৎ পানীয় নিঃশেষ ;

বোমা বিস্ফোরণের আলোকদ্যুতি রণাঙ্গনে

বশ্যতা নয়,প্রত্যাঘাতের ডঙ্কা বাজে গর্জনে !

মধ্যপ্রাচ্যের আকাশে এখন দুর্যোগের ঘনঘটা

জলে স্থলে আকাশে, প্রহরীর দৃষ্টি রক্তিমছটা,

ধূলায় ধূসরিত স্বপ্নের সেই স্থাপত্য, শিল্পকলা,

আক্রমণে দুমড়ে মুঝড়ে দিয়ে শত্রুর পথ চলা l

যুদ্ধে হাজার হাজার দেশবাসীর মৃত্যুর সংবাদ

স্বজন হারানো কান্না আর হাহাকারে অবসাদ,

শত্রুর আগ্রাসনে জীবন্ত মানুষ প্রাণেরই ভয়ে

গোপন আস্তানার সন্ধানে ছোটে দুর্ভোগ সয়ে l

উদ্বিগ্ন দেশবাসীর দু চোখে আতঙ্ক ও দীর্ঘশ্বাস,

মৃত্যুর মিছিল দেখে শত্রুর ঘৃণা আর পরিহাস ;

ইজরাইল ও ফিলিস্তিনির মাটিতে রক্তের গন্ধ,

কত সৈনিকের গতিময় জীবন হারালো ছন্দ l

সভ্যতার যুগে এসে সেই আদিম হিংস্র প্রবৃত্তি

এই যুদ্ধের পরিণতি কোথায়,কবে হবে নিবৃত্তি,

রাষ্ট্রনেতাদের কাছে একটি মিনতি করি আজ

প্রাণঘাতী যুদ্ধ শান্তি আনে না, ঘৃণ্য দখলরাজ l

≅≅≅≅≅≅≅≅≅≅

লেখক পরিচিতি :

কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l

শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l

কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l “”অন্বেষণ লেখকের আত্মজীবনী ” প্রথম খন্ড গ্রন্থতে কবির জীবনী ছাপানো অক্ষরে প্রকাশিত হয়েছে l

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*