সেপ্টেম্বর বিদৌত কাশফুলে

-রানা জামান

∞∞∞∞∞∞∞∞∞

নয় নম্বরের হলেও লম্বায় দুই নম্বরের চেয়ে বেশি

গতর সুঠাম ডালপালা বিন্দাস বিস্তৃত চৌদিকে

মেঘের মিনার ভাঙে গড়ে ক্ষণে

যুদ্ধ চলে বেশ অরুণের সাথে সারাক্ষণ মেঘের

এই আলো এই কালো, কখনো গর্জন হৃদয় চমকানো

কখনো রোদ্দুর বাইরে রেখে বৃষ্টি ঝুমুর সঙ্গীতে

ডানপিটে ছেলেরা আনন্দ পেলেও পোশাকী মানুষ বিরক্ত অশেষ

সকালে শিউলির মাতোয়ারা ঘ্রাণে বিমোহিত পাখিকূল

ঘাসের দুলুনি দেখে বলদের বাড়ে ভক্ষণের লোভ

বৌ-ঝিরা পান্তায় শুকনো মরিচের সাথে রাখে পেঁয়াজের টুকরো

ঢেকিতে পা চলে দেহাতী শ্রমিক মহিলার গীত ছন্দে অনিবার

কাশফুল জড়িয়ে গায়ে সেপ্টেম্বর উল্লসিত খুব

মৃদুমন্দ সমীরণে সাদা ঢেউ দোতারা বাজায় পুরো সেপ্টেম্বরে

কিশোরীরা দুল গড়ে কানে গলায় দিঘল মালা

কৃষকের শ্রম সোনালী আঁশের ঘ্রাণে সারিন্দা বাজায় অস্তিত্বে অনেক

খালে বিলে অল্প জলে মাছ শিকারের চলে উৎসব

ফুটে থাকে শাপলা ফুল আপন সৌন্দর্যে

পদ্ম ফুল পড়ে থাকে না পেছনে

শরৎ শশীর উদ্ভাস মহিমা বাড়ায় সেপ্টেম্বর মাসের

উঠোনে আসর বসে জারি সারি কখনো কবি গানের

মাসের শেষাংশে শিশিরের চুমু সেপ্টেম্বরকে কিছুটা হিমেল করে।

∞∞∞∞∞∞∞∞∞

পরিচিতি:

নাম: রানা জামান, নিজজেলা: কিশোরগঞ্জ; বর্তমানে স্থায়ী: ঢাকা, প্রকাশিত গ্রন্থের সংখ্যা: ৯৬ , ই-মেইল ঠিকানা: [email protected] সম্মাননা:১। দিগন্ত সাহিত্য পুরস্কার ২০২০ খৃস্টাব্দে; ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত কর্তৃক ২। পরমাণু কবিতার জন্য> পরমাণু কাব্যসারথি উপাধি ২০২১ খৃস্টাব্দ:কোলকাতার যুথিকা সাহিত্য পত্রিকা কর্তৃক

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*