পঁচা খেকো
-মীর সেকান্দার আলী খোকা
≈≈≈≈≈≈≈≈≈≈≈
আকাশ জুড়ে মেঘ করেছে
ঝড়ো হাওয়া বয়
থাকবে কি’রে আমার গৃহ
ঝড়ের তোরে হায় !
বুর্গী গেছে ব্রিটিশ গেছে
গেছে খাঁন সেনাদের দল
কেউ টেকেনি আমার গৃহে
আছে অনেক মনোবল।
তুই কে’রে হ্যা’ পঁচা খেকো
নোংরা মেখে থাকিস
আমার গৃহে মেঘ জমাবি
এমন দুঃসাহস।
মেঘ ঝড়ে যে আমার বসত
অনেক আগে থেকেই
চিন্তে তাদের ভুল করি’ না
যখন যেমন সাজে।
অনেক ঝড়ে অনেক মেঘে
অনেক রকম সাজে
সব কটাকেই তুলেছি চিতায়
আগুন দিয়েছি মুখে।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
(প্লাটুন কমান্ডার), ১নং আনসার ব্যাটালিয়ন, মন্দির পাড়া, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও। বাংলাদেশের বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে, বিভিন্ন নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের দিকে অনেক দেশ আঙুল তুলে কথা বলার প্রেক্ষাপটে এই কবিতাটি লেখা হয়েছে। কবিতাটির সৃষ্টিকাল:- ২৯/০৯/২০২৩ইং।