আগমনী

-শ্রী স্বপন কুমার দাস

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

মা দূর্গার আগমন স্রোতে

সকলের দুঃখ মুছে যাক,

যে যেখানেই আছে মাগো

সবাই সুখ শান্তিতে থাক।

হাসিখুশি সকল জনের

অটুট থাকুক মাগো প্রাণে,

দূর্গা পুজোতে আনন্দ ঝরুক

ধরণীর সকল প্রাণে মনে।

ঢাকের কাঠি বোল তুলুক

আকাশ বাতাস স্থলে,

ঢাকীর দুঃখ মোছাও মাগো

ডুবিওনা ওদের জলে।

নারী শক্তির বিকাশ ঘটাও

নারী নির্যাতন রুখে,

নারীশক্তি সম্মান ফিরে পাক

আসুর শক্তি যাক মুছে।

তুমি যে মাগো দশভূজা মূর্তির

করালগ্রাসী মা কালী,

তুমিই পার মা দূর্গা জগদ্ধাত্রী

অন্ধ চোখের মোছাতে কালি।।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি-

কবি শ্রী স্বপন কুমার দাস পিতা সন্তোষ কুমার দাস মাতা কল্যাণী দেবীর দ্বিতীয় সন্তান। ফেসবুক জগতের সেরার সেরা কবির জন্ম ১৯৬৩ সালের ১৬ ই এপ্রিল অবিভক্ত মেদিনীপুর জেলার গোপীবল্লভপুর গ্রামে।কবির বেশ কিছু কবিতা দুই বাংলার মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।দুই বাংলা মিলে কবির আনুমানিক পাঁচশত কবিতা বিভিন্ন পত্রিকার হাত ধরে প্রকাশ হয়ে গেছে।কবির উত্তরোত্তর সাফল্য কামনা করে কবিতার পাতা ডট কম পত্রিকা।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*