দিতে পারো
-তনুশ্রী বসু (পাত্র)
∼∼∼∼∼∼∼∼∼∼∼
দিতে পারো আমায়
একরাশ ভালোবাসা
যে ভালোবাসায় আমি
পাবো প্রেরণা ও আশা।
দিতে পারো একমুঠো
পবিত্র উন্নত বিশ্বাস
যা আমাকে যোগাবে
নির্মল নিশ্বাস প্রশ্বাস।
দিতে পারো মজবুত,
দৃঢ় এক বিবেক
যেখানে থাকবে না
মিথ্যে তুচ্ছ আবেগ।
দিতে পারো আমায়
দুঃসাহসী আত্মবিশ্বাস
যেথা ভরপুর থাকবে
মনোবল ও বাঁচার আশ্বাস।
দিতে পারো শৈশবের
সেই নিষ্পাপ শিশুমন
যে হাঁসে সদাই খেলে
আপন মনে সর্বক্ষণ।
দিতে পারো প্রাণখোলা
একবুক নির্মল হাঁসি
মন চায় সেই হাঁসির
তরঙ্গে আনন্দে ভাসি।
আজ সবই ফিরে
পাওরার প্রবল ইচ্ছা
পূরণ হলনা সুপ্ত
অদৃশ্য গভীর মনোবাঞ্ছা।
সময় বয়ে চলে
নদীর স্রোতের মত
আজ আমি আছি
আগামীকাল হব গত।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি :-
সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে তুলে ধরার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম, স্কুল কলেজও সেখানেই। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকেই। আমি একজন সাধারন গৃহিণী। লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।