ধৈর্য্য
-জান্নাতুন নাঈম
≈≈≈≈≈≈≈≈≈≈≈
ধৈর্য্য হলো মহান রবের
এক অপূরন্ত নেয়ামত,,
ধৈর্যের মাঝে গঠন করো
জীবনটাকে সৎ।।
ধৈর্য্যশীলদের মহান প্রভূ
বাসেন অনেক ভালো,,
ধৈর্য্য ছাড়া কেমন করে
জ্বালবে তুমি আলো।।
ধৈর্যের সাথে কর তুমি
রবের কাছে আর্তনাদ,,
তিনি হলেন লাতিফ,খাবির
ফিরিয়ে দিবেনা তোমার দু’হাত।।
তিনি খালিক, তিনি মালিক
তিনিতো রহিম রহমান,,
ধৈর্য্যশীলদের সাথে আছেন
তিনি মহিয়ান।।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবির পরিচিতি-
নামঃ জান্নাতুন নাঈম
শিক্ষাগত যোগ্যতাঃ মাষ্টার্স
পেশাঃ শিক্ষিকা (অবসরে লেখিকা)
ধর্মঃ ইসলাম
স্হায়ী ঠিকানাঃ দাগনভূঞা, ফেনী।
বাংলাদেশ।