নক্ষত্রের রাতে

-সত্যজ্যোতি রুদ্র

∞∞∞∞∞∞∞∞

চারপাশে শুধু স্বার্থপরতার দ্বন্দ্ব

ব্যক্তিস্বার্থের একপেশে কথাগুলো

শুনতে শুনতে কান ঝালাপালা।

মাটির কথা,মমতার কথা

ভালোবাসায় মোড়ানো সরল উচ্চারণ,

স্মৃতির বাসরে প্রীতির গান সবই উধাও।

যান্রিক জীবনের জাঁতাকলে পিষ্ট

মেরুদণ্ড সমেত জীবন বীণা,

মন দোতারার সুরে সুরে

আনন্দধারায় ভেসে চলা জীবনের কথকতা,

আউলা বেশে বাউলা গানের সে মধুরতা

আর কানে আসে না।

কঠিন থেকে কঠিনতর নির্মম বাস্তবতার

চরম আঘাতে বিপর্যস্ত ভালোবাসার পৃথিবী,

নক্ষত্রের রাতকে ভালোবেসে

কত শিউলি ফোটে আর ঝরে

বিরহিনী কত মালা গাঁথে অগোচরে

কে বা তার হিসাব রাখে?

একবুক জ্বালা নিয়ে সাতসকালে

ফিরে যায় প্রিয়ার দোসর বড্ড অভিমানে।

∞∞∞∞∞∞∞∞

পরিচিতি– সত্যজ্যোতি রুদ্র, সহকারী শিক্ষক

কণ্ঠশিল্পী, গীতিকার ওসুরকার

চকোরিয়া,কক্সবাজার।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*