মরণ তোমায় সেধেছি কতবার

-পীতবাস মণ্ডল

≅≅≅≅≅≅≅≅≅≅

মরণ তোমায় সেধেছি কতবার !

কেন শুনলে না আজও মোর কথা ?

রূঢ় বাস্তবের শোষণে ভুলেছি গন্তব্য

শুকায় না আঁখিজল শুধু সয়ে যাই নিরবতা ।

সময়ের অনুশাসনে গিলে খায় প্রতিবাদ

অভাগা অন্তরে জমা ভর্ৎসনার তীব্র গ্লানি ,

জীবনের গতিপথে দিশেহারা স্বাচ্ছন্দ

পোড়া মনে অবিরত কান্নার অস্ফুট গোঙানী ।

মর্মে মর্মে উপলব্ধি করি হতাশার যন্ত্রনা

বিভেদের তর্জনী হেলনে ভেঙেছে মনোবল ,

আঁধার পেরোতে আমার নেই কিছু জানা

বিতৃষ্ণার দহন জ্বালা আর সহে না প্রাণে অনর্গল ।

মন কাঁদে দুঃখী জনমের অপরাধ বোধে

এ কোন দুর্বিসহ সময় আমারে দিলে উপহার ,

শোষনের ছোবলে সর্বাঙ্গ দৈন্যতায় নীলাভ

প্রতিটা দিন গুঞ্জরনে অট্টহাসি শোনায় অনাহার ।

পারিনা সইতে দুর্জয় কপটের প্রবঞ্চনা

উপুর্যুপরী লম্পটের লুন্ঠনে লজ্জায় অবনত মর্যাদা ,

পারিনা সইতে না পারি শুধরে দিতে

ধৈর্য্যের বাঁধে উপলব্ধি করি ফাটলের বিষন্নতা ।

জীবন্ত লাশের মত ঘেঁটে যাই অন্তিমের পাণ্ডুলিপি

অনুতাপের মরুঝড়ে অবমাননা কুড়াই কত আর !

ফিকে হয়ে যাওয়া স্বপ্নগুলো কদর বিহীন গোত্রহারা

পরিতাপের অনলে পুড়ে মরণ তোমায় সেধেছি কতবার !

≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি –

নাম পীতবাস মণ্ডল । পেশায় সাধারণ কর্মজীবী , সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত গ্ৰাম – যোগেশ গঞ্জ অঞ্চলে নিবাস । সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায় ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*