হৃদয়ের অন্তরালে
-অভিজিৎ হালদার
≈≈≈≈≈≈≈≈≈≈≈
হৃদয়ের অন্তরালে জমে থাকে কত অব্যক্ত কথা
বঞ্চনার কথা মুক্তি লাভ করতে পারে না
চঞ্চলা চোখে। খোলা জানালা দিয়ে হতাশার বাতাস
প্রবেশ করে রূপকথার মতো।
মৃত চাঁদ অবসন্ন রজনী দেখেনি কেউ
ছুটি চাই দুরন্ত দুপুর বেলা
উপেক্ষা করে প্রিয় বিষণ্ণ রোদ।
বিবেকের অন্ধকার ভাবসমাধি অবসান
নীল বিবাদ ঝরে সীমানা পেরিয়ে
কত বন্ধ আসে আবার কত বন্ধু চলে যায় দূরে।
হৃদয়ের অন্তরালে মেঘ জমেছে সেয়ানা
আগ্নেয় উৎপাত পীড়নের ঘ্রাণ
পোড়া মাটি বসতভূমি উর্বর
অঙ্গুলি ছুঁয়িয়ে অতিথির সম্মুখে অপমান।
ডানাহীন পাখি উড়তে পারে না
অসম্পূর্ণ হৃদয়ে আক্রোশ বিক্ষিপ্ত
ফুলের নাম ফুল রাখতে গিয়ে বোকামি হয় পরিণাম
সময়ের ঋণ বেড়ে যায় অবিরত
যুদ্ধের নিকটে এসে পথ হারিয়ে
সৈন্যদল ফিরে আসে ঘরে।
হৃদয়ের অন্তরালে ব্যথা জমে ‘না পাওয়ার’ বেদনায়
কান পাতলেই দুঃখের কান্না ভাসে দীর্ঘশ্বাসে
অন্তরের জ্বলন ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে।
একমুঠো নিস্তব্ধ চোখের কাজলে প্রতিবাদ
হাড়ের বয়স শিল্পকলা অশুভ প্রবঞ্চনা বাড়ে।
সমস্ত ভালোবাসা নীরবে নিংড়ে যায়
নির্ভীক চেতনায় ; খুব নিষ্ঠুর নিশীথে।
হিমযুগ আসে পাতা ঝরাতে কাঁচের বাসন ভাঙে
কত অজানা ঝড়ের দাপটে।
কত চরিত্র বদলে যায় মানুষ বুঝতে শিখলে।
হৃদয়ের অন্তরালে শত্রুসেনার আন্দোলন
শুকিয়ে যাওয়া রক্তের বিন্দুতে স্বাধীনতা আসে না
শীর্ষ মাথা নুয়ে পড়ে শাসকের পায়ে।
রক্তের রঙ বদলে যায় জড়তার জোরে
রিক্ততা মাথা জুড়ে বসে। তারপর একদিন
মানুষ হারিয়ে যায় বিচিত্র পৃথিবীর বিষাক্ত নিয়মে।।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
লেখক পরিচিতি:-
জন্ম:- লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত হাঁসখালী ব্লকের মোবারকপুর গ্রামে ১লা সেপ্টেম্বর ২০০১ সালে। পিতা:- কার্ত্তিক হালদার , মাতা:- আরতি হালদার, শিক্ষা:- মোবারকপুর প্রাথমিক বিদ্যালয় , ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় থেকে ভূগোল বিভাগের অনার্স স্নাতক। লেখালেখির সূএপাত: স্কুল জীবন থেকে।
লেখালেখি:- বিভিন্ন – পএ পত্রিকা, ম্যাগাজিন , ওয়েবজিন, ফেসবুক পেজ/ ফেসবুক গ্রুপ , ব্লগসাইট , ওয়েবসাইট , অনলাইন প্লাটফর্ম , এছাড়া বিভিন্ন ফোরামে।
বই:- “প্রথম আলো”(২০২১)