দুগ্গার শপথ

-মানস দেব

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

দুগ্গা আসবেন বাপের বাড়ি

ফেসিয়াল করছেন মুখে

রাস্তা – ঘাটের অসুর গুলোর

ত্রিশূল হানবেন বুকে ।

লক্ষ্মী – সরস্বতী যায় না স্কুলে

পূজোর আনন্দে মেতে

কার্তিক -গনেশ ছোটে হেথাহোথা

লক্ষ্মী দর্শন পেতে ।

ভোলে বাবার ভীষণ দুঃখ

বয়স হয়েছে মেলা

তরতাজা অসুরেরা ডন মারছে

খেলতে ফাইনাল খেলা।

উড়ন চণ্ডীতলার মাঠের দুগ্গা

ত্রিশূল হাতে চাতালে

ম্যান -অফ – দ্যা ম্যাচ হবে এবারও

অসুর যাবে পাঠালে ।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিত –

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত খিদিরপুর গ্রামে জন্ম। বর্তমানে উচ্চমাধ্যমিক স্কুলের বাংলা বিভাগের শিক্ষক । কর্মসূত্রে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ নিবাসী। প্রথম কাব্যগ্রন্থ ” অনুভব “।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*