কালো কন্যা
-রবি বাঙালি
≈≈≈≈≈≈≈≈≈≈≈
নদীর ঘাটের কালো কন্যা,
সারা দেহে রুপের বন্যা।
সেই রুপেতে মনটা হরে,
মন না পেলে যাবো মরে।
লজ্জা ছেড়ে ঘোমটা খোলে
কালো কেশ হাওয়ায় দোলে।
সেই দুলুনির ছন্দ তালে,
মনটা ফাঁসে প্রেমের জালে।
মিষ্টি করে হাসলে পরে,
রাশি রাশি জোসনা ঝরে।
সেই জোসোনা মনে মাখি
রং বেরঙের স্বপ্ন আাঁকি।
আলতা পায়ে রুপার নূপুর
চলতে বাজে ঝুমুর ঝুমুর।
সেই ঝুমুরের ছন্দে ছন্দে,
প্রেম বিভোরে মহা’নন্দে।
হাতে তার কাঁচের চুড়ি,
কাজল কালো চোখে মরি।
সেই চোখেতে সর্বনাশা
নীল দংশনের ভালোবাসা।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি ঃ
রবি বাঙালি। প্রকৃত নাম মো. রবিউল আউয়াল। মোছা. হাজেরা খাতুন ও মো. তছলিম উদ্দিন দম্পতির ঘর আলো করে ১৯৭৫ সালে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার অন্তর্গত নিতাইনগর গ্রামে জন্ম গ্রহণ করেন।বগুড়ার সান্তাহার এস এম আই একাডেমি হতে ১৯৯২ সালে এস এস সি, চট্টগ্রাম ওমরগণি এমইএস কলেজ হতে ১৯৯৪ সালে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হতে যথাক্রমে বিএ অনার্স ও এমএ( দর্শন) ডিগ্রি ১৯৯৭ ও ১৯৯৮ সালে কৃতিত্বের সাথে অর্জন করেন। ২০০৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস এর ২৪ ব্যাচের একজন শিক্ষা ক্যাডার কর্মকর্তা হিসেবে সরকারি কলেজে যোগদানের মাধ্যমে অধ্যাপনা শুরু হয়।তিনি নিতাইনগর হাজেরা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা। তিনি একাডেমিক ও গবেষণামূলক বহু গ্রন্থ প্রণেতা।তিনি প্রবন্ধ, গল্প,কবিতা, ছড়া, ভ্রমণ কাহিনী ও উপন্যাস লেখেন যা স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদপত্র ও সাময়িকীতে প্রকাশিত হয়। এছাড়াও তিনি হাজেরা ফাউন্ডেশন এর মূখপত্র ‘ লিটারেচার রিভিউ ‘ শীর্ষক জার্নালের সম্পাদনা করেন।বর্তমানে তিনি পীরগঞ্জ সরকারি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।