প্রকৃতির রোষে আমরা
-বিজয়া মিশ্র
∞∞∞∞∞∞∞
আকাল বর্ষণ,ধস,বন্যা,জলোচ্ছ্বাসে
ফুঁসছে তিস্তা,সিকিম কিংবা উত্তরাখণ্ড,
অকূল দরিয়ায় বিধ্বস্ত অসংখ্য প্রাণ
প্রতি মুহুর্তে প্রকৃতির রোষ করছে লণ্ডভণ্ড।
মুহুর্তে কত বিপর্যয় বিভিন্ন রূপে এলো
প্রকৃতির মার দিকে দিকে ভয়াবহ ধরণ
দিনে দিনে আবহ বদলে কত প্রাণের বলি
শান্তির জনপদে এখন খড়কুটো আহরণ।
সহসা বিপন্ন কত মানুষ হারিয়েছে সবকিছু
এতটুকু সাহায্যের আশায় প্রাণের হাহাকার
ভেসে যেতে যেতে আঁকড়ে ধরা শেষ সম্বলটুকু
প্রকৃতির গ্ৰাসে নিশ্চিহ্ন সাজানো সম্ভার ।
ভাববার আর সময় নেই, বুদ্ধির পাঞ্জায়
রাশ ধরা চাই মূল থেকে থামাতে বিপর্যয়,
সবার সচেতনতায় কমলে এতটুকু রোষ
হয়তো প্রকৃতি এমনভাবে হবেনা নির্দয়।
প্রাণের চেয়ে লোভ নয় বড়ো সুখ তথৈবচ
প্রজন্ম নয় আমরাই বুঝি এবার সাক্ষী হবো
মৃত্যুদূতের সর্বগ্ৰাসী নির্মম প্রত্যাঘাতে
ধংসের বিভীষিকায় গহ্বরে তলিয়ে যাবো।
∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
আমি বিজয়া মিশ্র পাহাড়ী। পূর্ব মেদিনীপুর জেলার গ্ৰাম্য আবহে জন্ম,পরিবেশের মুক্ত হাওয়ায় লালিত।বর্তমানে কলকাতাবাসী ।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর। লেখালেখি,আবৃত্তি,বক্তৃতা, সঞ্চালনা,লেখালেখির সূত্রপাত বিদ্যালয় জীবন থেকেই,শিক্ষিকাগণের উৎসাহে।চরম দারিদ্রের মধ্যেও সব বাধা টপকে যাওয়ার অদম্য স্পৃহা আশৈশব পায়ের তলায় মাটি খুঁজে নিতে সাহায্য করেছে। বাংলা ভাষা ছড়াও চিকিৎসা বিষয়ক একটি শাখায় স্নাতক হিসেবে শিক্ষা সম্পূর্ণ ক’রে দীর্ঘদিন চিকিৎসা বিষয়ক শিক্ষকতা,পরে স্কুল শিক্ষায় যোগদান -সব মিলিয়ে বৈচিত্র্যময় পথচলা ভাবনার রসদ যুগিয়েছে,যুগিয়ে চলেছ।প্রাত্যহিক জীবনযাত্রাই আমার কবিতা,গল্প ও অন্যন্য লেখার উপজীব্য। নমস্কার, ধন্যবাদ।