তিস্তা শুধু নদী নয়

-অমর দাস

∼∼∼∼∼∼∼∼∼∼

তিস্তা বয়ে চলো উঁচু নীচু পাহাড় ভেঙে।

তুমি বয়ে চলেছো আপণ গতিতে, না

কোনো বাঁধাই তব খরস্রোত রুখতে

পারেনি কোনো দিনও,যুগে যুগে তুমি

বয়ে চলেছো অবিরত,তুমি আমি আর

সারাটা পৃথিবী ছুটছি আর ছুটছি ঐ

তীব্র সাহসী খরস্রোতা তিস্তার মতো।

জীবন নদীতে আসে বহু চড়াই উৎড়াই,

তবু জীবন তো চলে তার নিজ গতিতে

ভেঙে সব বাঁধন আর দুঃখের পাহাড়,

জীবন তুমি এগিয়ে চলেছো আজিকে

তব অমৃতকুম্ভের মহাসাগরের দিকে।

কতো বিপদসঙ্কুল জীবনের গিরিপথ।

তবুও জীবনের তিস্তাধারা বয়ে চলে।

তিস্তা তুমি আমার আলোর দিশারী,

তোমার পথে বহে মোর জীবন নদী।

জীবনের অসম যুদ্ধে তুমিই প্রেরণা।

পাহাড়ী অসম বাঁকা বন্ধুর পথ গুলি

এগিয়ে নিয়ে যেতে তুমিই আমাকে

শিখিয়েছো,তুমিইতো মোর জীবনের

লড়াইয়ের প্রেরণা,মম জীবনের স্বপ্ন,

তুমিই তিস্তা আমার শক্তিদায়িনী ,

তিস্তা তুমি এসো মৃত্যুতে নয় জীবনে,

তিস্তা তুমি এসো প্রতিবাদ প্রতিরোধে।

এসো ব্যর্থতায় নয়,বিজয়িণীর বেশে,

তিস্তা তুমি এসো ভয় নয় বীরত্ব নিয়ে।

ওগো তিস্তা তুমি এসো সাহসী জীবনে,

তিস্তা তুমি শুধু নাম নও,জীবনের দিশা।

∼∼∼∼∼∼∼∼∼∼

::কবি পরিচিতি::

আমার কবি পরিচিতি:-নাম কবি অমর দাস।জন্ম ১৪/০৪/৫৯ তারিখে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ধুবুলিয়াতে। ঘটনাচক্রে 1966 সালে নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে চলে আসা এবং বর্তমানে এখানেই স্থায়ীভাবে বসবাস করা। ছোটবেলা থেকে কবিতা লেখার ইচ্ছে। কিন্তু আজকের মতো নিজেকে তুলে ধরার মতো কোনো মাধ্যম ছিলোনা। বর্তমানে পারিজাত সাহিত্য পত্রিকা, প্রাঙ্গণ সাহিত্য পত্রিকা, ভাবনা, মৌমিতা সাহিত্য পরিষদ,আনন্দলোক,আনন্দমঠ, কোলকাতা সাহিত্যাঙ্গন কুসুম সাহিত্য পরিবার,দেশ পত্রিকা (অনলাইন),পথের পাঁচালী, জাতীয় সাহিত্য সংসদ, নতুন ভোরের সূর্য, উজান প্রভৃতি অনেক সাহিত্য পরিবারের নিয়মিত কবিতা লিখি। বিভিন্ন সাহিত্য পরিবার থেকে দের হাজারের বেশি সাম্মানিক সনদ পেয়েছি।যে সম্মাননা গুলি পেয়েছি তার স্বল্প কথায় শেষ করা সম্ভব নয়। তাই অল্প কিছু গুরুত্বপূর্ণ সম্মাননার কথা উল্লেখ করছি।

1.পারিজাত সাহিত্য পত্রিকা থেকে আমি পেয়েছি শঙ্করী নাথ সাহিত্য স্মৃতি পুরস্কার ২০২২,লক্ষীনারায়ন সাহা সাহিত্য স্মৃতি পুরস্কার ২০২১,পারিজাত সাহিত্য গৌরব সম্মাননা ২০২০/২০২১/২০২২

2.প্রাঙ্গণ সাহিত্য পত্রিকা থেকে পেয়েছি প্রাঙ্গণ সাহিত্য রত্ন সম্মাননা ২০২২.

3.কুসুম সাহিত্য পরিবার থেকে পেয়েছি কুসুম সাহিত্য বিতান সম্মাননা ২০২২.

4.গোধুলির মন্থন সাহিত্য পরিবার থেকে পেয়েছি গোধূলির অর্ঘ্য সাহিত্য সম্মাননা ২০২২.

এছাড়া বিভিন্ন সাহিত্য পরিবারে প্রতি সপ্তাহে নতুন নতুন কবিতা পোস্ট করে সিংহভাগ ক্ষেত্রে সাপ্তাহিক প্রথম স্থান পেয়ে এসেছি কয়েক বছর ধরে।তার মধ্যে পারিজাত সাহিত্য পত্রিকা অন্যতম। এছাড়া বি আর আম্বেদকর কে নিয়ে প্রবন্ধ লেখায় নবজাগরণ সাহিত্য পরিবার থেকে বিশেষ সম্মাননা পেতে চলেছি এছাড়া নবজাগরণ সাহিত্য পরিবারের পক্ষ থেকে ডক্টরেট পেতে চলেছি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*