দিন

-রানা জামান

∼∼∼∼∼∼∼∼∼∼

দিন কারো আলো কারো কাছে কালো

কাল ও ক্ষমতা নিয়ামক

চৌকস ভানের নৌকা বেয়ে চলে

অশ্রুভেজা চোখ বেশ জাদুকরী

দিন বদলের নীতি আদিকাল হতে

নাগরদোলায় আসন থাকে না স্থির

দাবা দৃশ্য পাল্টে দিতে সহায়ক

হতাশা আঁধার করতে থাকে গাঢ়

দিন রাতে ঢুকে ফের ফিরে দিনে

গুণ টেনে গেলে নৌকা পায় জল

চাকা থেমে গেলে উল্লসিত ঘুণ

প্রত্যাশার মৃত্যু ঘটে পুঁজি সহ

এই দিন নিয়ে যায় ওই দিনে

অনাচার পড়ে মুখ থুবড়ে

কাটে মেঘ চারিদিক থেকে

দূর্গন্ধের পর্দা পুড়ে হতে থাকে ছাই

নয়া দিনে নেই পিশাচের ছায়া

সাদা বক উড়ে নতুন আনন্দে

শেয়ালের হতে থাকে ফাঁসি

ঢিবি ধ্বসে জন্মে সমতল আদিগন্ত।

∼∼∼∼∼∼∼∼∼∼

পরিচিতি:

১।লেখক নাম: রানা জামান

২। প্রকৃত নাম: মোঃ সামছুজ্জামান ভূইয়া

৩। পেশা: বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসেবে অবসরপ্রাপ্ত

৪। জন্ম তারিখ: ১৫/০২/১৯৬০

৫। স্থায়ী ঠিকিনা: গ্রাম-কারঙ্কা; উপজেলা-তাড়াইল; জেলা-কিশোরগঞ্জ, বাংলাদেশ

৬। বর্তমান ঠিকানা: আনিলা টাওয়ার; বাড়ি নম্বর#১৮-১৯; সড়ক নম্বর#৩; ব্লক#আই; বড়বাগ; মিরপুর-২; ঢাকা-১২১৬

৭। প্রকাশিত বই-এর সংখ্যা: ৯৭

সম্মাননা:১। দিগন্ত সাহিত্য পুরস্কার ২০২০ খৃস্টাব্দে; ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত কর্তৃক

২। পরমাণু কবিতার জন্য> পরমাণু কাব্যসারথি উপাধি ২০২১ খৃস্টাব্দ:কোলকাতার যুথিকা

সাহিত্য পত্রিকা কর্তৃক

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*