অর্থহীন এর কোন আত্মীয় নেই
-আবুল হাসমত আলী
≈≈≈≈≈≈≈≈≈≈≈
তোতন বোলে আছে একজন সরল সাধারণ ছেলে,
উদারতা তার সীমাহীন লোকে সে কথা বলে।
অসহায় কেউ কাছে এলে খুব সান্তনা দেয় তাকে,
অর্থ দিয়ে শ্রম দিয়ে তাকে আশ্বস্ত রাখে।
এরকমটি করতে গিয়ে নিজের ভাগ্য গড়ে না,
পরিবারে অশান্তি আর পেতে হয় খুব ঝামেলা।
পরিবারকে রক্ষা করতে কর্ম করতে যায় দূরে,
মাস বছর পেরিয়ে যায় সেথা কঠোর শ্রম করে।
তবু তার যে অভাব যায় না সংসারে খুব অর্থের টান,
এমন সময় খবর আসে বৃদ্ধ বাবার যায় যায় প্রাণ।
বাবা গেলেন গৃহ ছেড়ে ছেলে পারেনা আসতে,
অর্থের লাগি দিশেহারা পায় না বাবাকে দেখতে।
তার ভাই বোনরা সম্পদশালী তাকে তবু দেখেনা,
একসময়ে তারাই পেতো ভাইয়ের কাছে সান্তনা।
এখন সবাই তার বিরুদ্ধে বাড়ি না ফেরার জন্য,
কিন্তু কঠিন অবস্থা তার উপায় ছিল না ভিন্ন।
কোমল মনের অধিকারী তোতন হতভম্ব হয়,
কঠিন বাস্তব চাক্ষুষ করে সিক্ত হয় অশ্রু ধারায়।
মোর লেখনি সেই বঞ্চিতের অবস্থা স্মরণ করে,
যারা শুধু কল্যাণকামী, পরোপকারে মরে।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি কামনা করি।