নিঃসঙ্গতা

-মানস দেব

≅≅≅≅≅≅≅≅≅≅

তোমরা অনেকেই ‘ নিঃসঙ্গ… নিঃসঙ্গ ‘… বলে চেঁচাও

আমি কিন্তু নিজেকে নিঃসঙ্গ মনে করি না।

আমার সঙ্গে একটা ঘর আছে…

ঘরের টেবিলে কতগুলো বই আছে… খাতা আছে…

বইগুলিই আমার মনের আনন্দ , বেদনার নিবিড় সঙ্গী ।

দুঃখ পেলে খাতার পাতায় লিখে ফেলি কত কবিতা…

কবিতাগুলো কখনো কখনো হাসি, কান্না মিলিয়ে গল্প হয়ে ওঠে !

ক্লান্ত শরীরে খুঁজে খুঁজে থমকে থাকে শেষের কবিতা।

আর যখন ঘুমের দেশে যাই –

কত পরী , কত বলাকা , কত মেঘ বলাকা – হয় সঙ্গী ।

নিঃসঙ্গতা যে মনের ভ্রম ।

নিজেকে একটু মিলিয়ে দেখো – সব পেয়ে যাবে।

≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিত –

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত খিদিরপুর গ্রামে জন্ম। বর্তমানে উচ্চমাধ্যমিক স্কুলের বাংলা বিভাগের শিক্ষক। শিক্ষকতা সূত্রে রায়গঞ্জ নিবাসী। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ” অনুভব “।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*