দিবানিশি
-কাজী সেলিনা মমতাজ শেলী
∼∼∼∼∼∼∼∼∼∼
ললাটে কি লেখা ছিল খুঁজিনি সংগ্রামী মন দিবানিশি,
কর্ম সাধনায় ব্যস্ত থাক তব জীবন, অধরে থাক হাসি।
এমন জীবন গঠন হোক সবাই যেন বলে হে ভালোবাসি।
কষ্ট ভেদিয়া মন সরোবরে, পদ্ম ফোঁটে যেন রাশি রাশি,
মিথ্যার শক্তি চিরদিন থাকে না,এ সত্য হবেই তব ব্যক্ত।
নিঠুর এ মিথ্যা, একদিন আঁধার রাশিতে হবে পরিত্যক্ত,
শ্রাবণের কালো মেঘের আড়ালে, চাঁদ গিয়েছে ঢাকি।
ভেজা এ প্রভাতে কোন পাখি বারবার যায় গো ডাকি,
সন্ধ্যায় কাজল ছায়া কি মহিমা সেখানে লুকানো।
সাঁঝের মায়া কি অপরূপ, গেল না তো বোঝানো,
আপনার বক্ষে সত্য রচিত হোক, শান্তির বাণী সম্মুখে ।
পৃথিবীতে সে বোকা অন্যকে ঠকিয়ে থাকতে চায় সুখে,
মন শান্তি চায়, যেন আপনার বক্ষে শান্তি সন্ধান করে।
মিথ্যা দীপ নিভিয়ে দিয়েছে, আঁধার স্রোতে কেঁদে মরে,
অচেনা ব্যক্তি আপন না ভাবা ভালো হতে পারে নির্দয়।
কোথা হতে এসেছে এ মুসাফির জানা দরকার পরিচয়,
সত্য আড়াল করা যায় না, সে যে আছে চির জাগ্রত।
ওই মিথ্যাবাদীর জীবন ভর অজানা বোঝেনি হয়তো।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
পাইকগাছা খুলনা বাংলাদেশ
Good