নবান্নের হাসি
-আব্দুস সাত্তার সুমন
≅≅≅≅≅≅≅≅≅≅
লাঙ্গল পাল কাঁধে নিয়ে বীজ বুনি ছড়িয়ে
সাদামাটি কৃষক বুকে ধরে জড়িয়ে,
হেমন্তে ছেয়ে গেছে ফসলের নবান্নের
তিলে তিলে লালন করা স্বপ্ন আমাদের।
নবান্নের উৎসবে মুখরিত চারদিক
হেমন্ত বয়ে চলা উদিত হয় সবদিক
ফসলে নতুন দানা ঘরে উঠে আমার
দুঃখগুলো যাবে মুছে প্রভু দেয় সবার।
সবুজ শ্যামল মায়াতে ছেয়ে যাবে আবার
ফলিত কৃষানের ঘামে ফসলের বাহার,
মেলা হবে মাহফিলে লেখাপড়া কত
গোলাভরা ধান হবে পূরণ হবে শত।
প্রখর রোদে হালকা শীতে কাপুনিতে ঝুম
নতুন ধানের পিঠাপুলি তৈরি সবে ধুম,
গ্রামের বাতাসে মৌ মৌ সুগন্ধে ছড়ানো
হাসি খুশি মুখগুলো প্রেম মাখা জড়ানো।
≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতিঃ
আব্দুস সাত্তার সুমন। পিতার নাম আব্দুল মালেক মাতুব্বর (মৃত) , মাতার নাম নাজমা বেগম। ‘বিবাহিত’ বর্তমানে এক ছেলে এক মেয়ে আছে, ঢাকা মিরপুরে আমার জন্ম, ১২-১২-১৯৮৮ ইং সালে আমি জন্মগ্রহণ করি। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে হাদিসে মাস্টার্স শেষ করি। কবিতা, গল্প সাহিত্যিক নিয়ে লেখালেখি করি। বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্ট থাকি।