বিবস্ত্র সমাজ

-মানস দেব

≈≈≈≈≈≈≈≈≈

যুগের পর যুগ হামাগুড়ি দিয়ে

সভ্যতা এসে দাঁড়িয়েছে সভ্য সমাজে ।

নারী – পুরুষ সমান অধিকারের মানদন্ডে এক জায়গায় দাঁড়িয়ে।

আধুনিক সভ্যতার শেষ প্রান্তে এসে মধ্যযুগীয় বর্বরতা

আজও সমাজের বুকে সূর্য সম জাজ্জ্বল্যমান !

সমাজ যে কখন বিবস্ত্র হয়ে গেছে – নজর নেই !

মাতৃসমা নারী সম্ভ্রম ঢাকতে ব্যর্থ !

তাই তো কখনো হাতরাস – কখনো মনিপুর – কখনো বা মালদহে নারী হয় নগ্ন কালিকা !

উন্নত সমাজের দাম্ভিকতার মাঝে – সমাজ যে সম্পূর্ণ উলঙ্গ !

সমাজের নিয়নতারা সব জেনে বুঝেও কেন নিশ্চুপ ?

নাকি, বিবস্ত্র সমাজ – ই ক্ষমতার সিঁড়ি ?

নাকি, চেহারার ভেতরের চেহারাটা জাগ্রত হতে শুরু করেছে ?

মনিপুর হোক আর হস্তিনাপুর – যেখানেই থাকে ধৃতরাষ্ট্ররা

সেখানেই অপমানিত হন যে দ্রৌপদীরা !

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিত –

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত খিদিরপুর গ্রামের জন্ম। বর্তমানে উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা বিভাগের শিক্ষক। শিক্ষকতা সূত্রে রায়গঞ্জ নিবাসী। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ” অনুভব “।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*