লৌকিকতা
-বিমান বিশ্বাস
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
ছোট্ট ঘর ছেড়ে দূর নক্ষত্রের ডাকে
মানুষ ছুটে চলে অবিরাম অজানা স্বপ্নে
কেউ কেউ ভালোবাসা পায় কেউ হারিয়ে যায়
পড়ে থাকে পুষে রাখা অভিমান মাটিতে মিশে।
কেউ কেউ ডানা মেলে উড়ে যায়
কেউ কেউ খুঁজে চলে ভালোবাসা বাতাসের গা’য়
তারাই বুঝি শঙ্খচিল হয়।
জানি;ঝরনা জল কুয়াশার চাদরে ঢেকে রাখে
চোখের অবয়ব অবিরাম কান্নার আওয়াজ
পাইন বনে আকাশের নীচে নেমে আসে
ওমের চিকচিকে আলোর অন্ধকার।
খানিক বিরতি নিয়ে ছুটে চলা শেষে
ফিরে ফিরে আসে জীবনানন্দ দাশ আর
নাটোরের বনলতা সেন।
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
পরিচিতি-
বিমান বিশ্বাস। কোলকাতায় বাস। লেখালিখি মজ্জাগত নয়। পাঠকের ভালোবাসাই লিখতে ভাবায়।