মনের আঁধার
-শিবানী সাহা
≈≈≈≈≈≈≈≈≈
দীপাবলীর আলোকসজ্জায় আজ
চারিধার আলোয় আলো,
সেই আলোতে ঘুচলো কি মাগো
মনের আঁধার কালো।
রংমশাল আর আতস বাজির
শব্দে ঘরে টেকা দায়,
অসহায় মানুষগুলোর দিকে তাকিয়ে
সমবেদনায় শুধুই কান্না পায়।
পথের ধারের অসহায় শিশুগুলো
নগ্ন দেহে ঘুরে বেড়ায়,
উৎসবের এই আনন্দের মাঝে
কেউ আবার প্রিয়জন হারায়।
কারোর ঘরে খুশির জোয়ার
কেউ বা কাঁদে পথে বসে,
কেউ দেয় না চোখের জল মুছিয়ে
আপন হয়ে কাছে এসে।
ভেদাভেদের এই উৎসবের মাঝে
দিনগুলো কেমন কেটে যায়,
মনের আঁধার ঘুচে আলোর স্পর্শে
সবাই যেন বাঁচার পথ খুঁজে পায়।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:-
কবি শিবানী সাহা বর্তমানে হুগলি জেলার কোন্নগরে বাস করেন। তিনি একজন সাধারণ গৃহবধূ। কবিতা লিখতে ও পড়তে খুব ভালোবাসেন। সাহিত্যের প্রতি অনুরাগ ছোটবেলা থেকে।