ব্যর্থ প্রেমের গল্প
-বিনয় জানা
≅≅≅≅≅≅≅≅≅
তখন আমি মনোবিজ্ঞান,
আর তুমি ইতিহাস।
আমার তৃতীয় বর্ষ
তোমার প্রথম!
আমি হত দরিদ্র,
পর্ণ কুটিরে বাস;
তুমি রাজকুমারী,
ঘরে লক্ষ্মীর আবাস!
বিপরীত মেরুতে অবস্থান,
তবুও দুজনে গড়ে ছিলাম-
“বিশ্বাসের ভিতে স্বপ্নের প্রাসাদ”!
ভরসার ইট বালি সিমেন্ট দিয়ে!
ওই এক বছরে গঙ্গা বয়েছে
কোটি কিউসেক জল;
দুকুলে জন্মেছে ঘন বন
মিলেমিশে একাকার দুটি মন!
হঠাৎ কৌলিন্য ভূমিকম্প, আর-
বিধ্বংসী আর্থিক বুলবুল
নাড়িয়ে দিলো বিশ্বাসী ভিত
ভেঙে দিল ভরসার ইমারত!
ব্যর্থ মনোবিজ্ঞান;
ব্যর্থ হল ইতিহাস!
বুঝতে পারেনি ইতিহাস;
তাই ইতিহাস ইতিহাস হয়ে গেল!
ইতিহাস ভুলতে নেই;
ভোলা যায় না কখনো!
ইতিহাস জীবনের শিকড়
শিকড় কেটে দিলে গাছ বাঁচে কি?
তাই, ইতিহাস মনে রেখে বেঁচে আছি,
বেঁচে আছি শিকড় আঁকড়ে!
তোমায় পেলাম না নিজের করে,
তাই অন্য কাউকে—
≅≅≅≅≅≅≅≅≅
পরিচিতি:
নাম: বিনয় জানা, ঠিকানা:, গ্রাম: বাড়সুন্দ্রা, পোস্ট: ঈশ্বরদহ, জালপাই, জেলা: পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, প্রাক্তন উপ-প্রবন্ধক (সংরক্ষা বিভাগ), NTPC, KhSTPS, Kahalgaon, Bhagalpur, BIHAR. বর্তমানে অবসর প্রাপ্ত, গৃহবাসি। সাহিত্যের একনিষ্ঠ পাঠক। মূলত: কবিতার পাঠক। তারপর, ক্ষুদ্র জীবনে দীর্ঘ পথ চলতে চলতে বিভিন্ন সময়ে যা যা সঞ্চয় করতে পেরেছিলাম ও পারছি; সেই সব সঞ্চয় নিজের মতো করে কবিতার ভাষায় লিখে সবার সামনে নিবেদন করি। সবার ভালো লাগলে আনন্দিত হই।