প্রজাপতি

-দেবব্রত মাজী

∼∼∼∼∼∼∼∼∼∼∼

প্রজাপতি ফুলে ফুলে

করে শুধু খেলা,

সারা দিনে ছুঁয়া পেতে

মনে লাগে দোলা।

যাবে তুমি নদী তীরে

পরশ পাবে ফুলে,

ছুঁয়া নিলে যাবে দূরে

ডানা দুটি খুলে।

তাড়াতাড়ি যাবে উড়ে

স্পর্শ শুধু দিয়ে,

মুখোমুখি বসো তুমি

স্বপ্ন আঁকি নিয়ে।

খেলা করো আমার সাথে

পাখা দুটি মেলে,

এসো তুমি আমার ঘরে

যাবে তুমি খেলে।

∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি:

দুই বাংলার বিশিষ্ঠ কবি/লেখক দেবব্রত মাজী অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। ৪৬তম কলকাতা পুস্তক মেলাতে ৬০টির অধিক সংকলনে নিজেকে তুলে ধরেছেন। এখন সংখ্যাটা ১৩০ ছুঁয়ে ফেলেছেন। অনলাইন থেকে ৩৬০০ টির বেশী সন্মাননা পেয়েছেন। তিনি ভারত গৌরব সন্তান সন্মাননা, আন্তর্জাতিক বাংলা সাহিত্য ও সংহতি সন্মান, দুই বাংলার কবিরত্ন সন্মান, শরৎ সাহিত্য রত্ন সন্মান এবং বাংলার শিক্ষা গৌরব সম্মানে সম্মানিত। কর্মজীবনে ৬০টি সন্মাননার মধ্যে ছয়টি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও আছে।

1 thought on “প্রজাপতি -দেবব্রত মাজী

  1. আমি ধন্য ও আপ্লুত। ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই কবিতার পাতার সম্পাদক মহাশয়কে আমার কবিতাটি প্রকাশিত করার জন্য।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*