আছি সবাই তাসের ঘরে

-রানা জামান

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

নিজের ঠিকানা ভাবি যে বাড়িকে

আসলে কি নিজ বাড়ি সেটা?

পার্থিব জীবন ঘাসের ডগায়

শিশিরের চেয়ে বেশি কিসে?

ক্ষমতার হাত কাড়ে প্রতিক্ষণে

মার্বেল পাথরে গড়া বাড়ি

প্রতিবাদে উর্ধে উঠলে কোনো মুঠো

গোরস্তানে ঠাঁই মেলে শেষে

প্রাণান্ত প্রচেষ্টা চলে অহোরাত্র

এক নিরাপদ ঘর পেতে

কখনো সামর্থ্য ঠেকে থেকে শূন্যে

সমাপ্ত হয় না বাড়ি গড়া

পাখির বাসা না হলে আছে পাখা

উড়ে চোখ যায় যে দিগন্তে

ভঙ্গুর বাসায় গড়া পরিবার

ছাতিম ফুলের গন্ধ রাতে

কারো ঘরে গড়া বাসা কচুপত্রে জল

যে কোনো সময় ঘরহীন

পথ কখনো কি আপন ঠিকানা

হতে পারে কোনোও প্রাণীর?

স্থায়ী ঠিকানা না খুঁজে কখনো

আছি সবাই তাসের ঘরে

নিজের ঠিকানা ভেবে যাই যাকে

তা কি কারো আসল ঠিকানা?

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

লেখক পরিচিতি-

মোঃ সামছুজ্জামান ভূইয়া অতিরিক্ত সচিব হিসেবে ২০১৯-এ অবসরে গিয়েছেন। রানা জামান নামে লেখালেখি করছেন। প্রথম কবিতার বই-এর প্রকাশ ১৯৯৯ খৃস্টাব্দে। এ পর্যন্ত ৯৭টি বই বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। নিজ জেলা: কিশোরগঞ্জ, বাংলাদেশ।

লেখকের উল্লেখযোগ্য বই:

ক) ছোটগল্প: ক্রীড়নক, পুষি বেড়ালের বিদ্রোহ,

খ) অণুগল্প: অল্প কথার গল্প-১ ও ২

গ) কাব্য: তোমার নয়ন কাকচক্ষু জল(সনেট),

ঘ)উপন্যাস:বৃক্ষমানব; রোবো সক্রেটিস,

ঙ) ছড়া: ছোটদের-আগডুম বাগডুম, জল পড়ে পাতা নড়ে, ইত্যাদি; বড়দের-ছায়া চুষে কায়া, একান্ত শিশিরগুলো,

চ) মুক্তিযুদ্ধ ভিত্তিক: ছোটগল্প-একাত্তরের মুক্তিযুদ্ধের গল্প

উপন্যাস-গেরিলা, উত্তাল একাত্তর, মুক্তিযোদ্ধারা কখনো হারে না,

ছ) ছোটদের বই: ভূতের কাণ্ডকারখানা, পোড়োবাড়ির ভূত,

জ) ইংরেজি: Lost Love Twinkle Rhymes।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*